ads
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রোতাদের প্রত্যাশা পূরনের চেষ্টা করছি-ঐশী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। বছরজুড়েই স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। ব্যস্ত থাকেন নতুন গান নিয়েও। তবে করোনা পরিস্থিতির কারণে স্টেজ শো বন্ধ থাকায় নতুন গানেই মনোযোগ দিয়েছেন এ গায়িকা।

সব মিলিয়ে কি অবস্থা? ঐশী বলেন, বেশ ভালো আছি, সুস্থ আছি। ব্যস্ততা কি নিয়ে? এ গায়িকা বলেন, গান নিয়েই যাচ্ছে ব্যস্ততা। তবে করোনা পরিস্থিতির কারণে স্টেজ বন্ধ আছে। এটা অন্য শিল্পীদের মতোই আমারও অত্যন্ত পছন্দের জায়গা।
কারণ শ্রোতাদের ভালোবাসা এখানে সরাসরি পাওয়া যায়। তবে নতুন গান দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। কদিন আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া হলো সেরা গায়িকা হিসেবে। পুরস্কার প্রাপ্তির পর দায়িত্ব আরো বেড়েছে বলে মনে হয়? ঐশী বলেন, তাতো অবশ্যই। আমার প্রতি শ্রোতাদের প্রত্যাশাও বেড়েছে। শ্রোতাদের সেই প্রত্যাশা পূরনের চেষ্টা করছি। এমন কিছু গান করতে চাই যা শ্রোতাদের মনে দীর্ঘদিন টিকে থাকবে। এ বছর তো বেশ কিছু গান করা হয়েছে। সাড়া কেমন মিলেছে? এ শিল্পী বলেন, এ বছর আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি ‘আকাশ কিনতে চাই’, ‘খুঁজে ফিরি তাই’, ‘কলবে কলেমা’ এবং ‘আড়ালে চলো না’ শিরোনামের গানগুলো। এছাড়া বিভিন্ন ব্যানার থেকে প্রকাশ হয়েছে বেশ কিছু গান। করোনাকালীন এই সময়েও গানগুলো থেকে শ্রোতাদের অত্যন্ত ভালো সাড়া পেয়েছি। যার কারণে উৎসাহ আরো বেড়ে গেছে। আরো বেশ কিছু নতুন গান করছি, এগুলো বছরের বিভিন্ন সময়ে প্রকাশ হবে। সিনেমার গান কি করা হচ্ছে? ঐশী বলেন, কয়েকটি সিনেমায় গাইলাম। এরমধ্যে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমার টাইটেল গানটি গেয়েছি। অপূর্ব রানা’র ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমায়ও একটি গানে কন্ঠ দিয়েছি।। এছাড়াও ফজলুল কবির তুহিনের ‘গাঙকুমারী’ ছবিতে গেয়েছি। আরো কিছু প্লেব্যাকের কথা চলছে। ব্যাটে বলে মিললে করবো।

সংগীতের অবস্থা কেমন মনে হচ্ছে? এ গায়িকা বলেন, করোনার কারণে খুব একটা ভালো না। তারপরও যে যার যার জায়গা থেকে ভালো কাজ করার চেষ্টা করছেন। এটা ইতিবাচক বিষয়। পরিস্থিতি ঠিক হলে ইন্ডাস্ট্রির অবস্থা আরো ভালো হবে বলেই বিশ্বাস করি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102