ads
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

সংক্রমণ ৫% নামলেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৪৪ বার পঠিত

দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলে ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৯ মে) দুপুরে, জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা জানান। এসময় শিক্ষামন্ত্রী বলেন, সরকারের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি নেয়া আছে। সংক্রমণের হার কমলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে অনেক চাপ আছে কিন্তু বেশিরভাগ মানুষ না খোলার পক্ষে। আন্দোলনের মুখে জনগণের স্বাস্থ্য হুমকির মুখে ফেলতে পারিনা। তাই জনগণের স্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তাই সকলকে সুসময়ের অপেক্ষা করতে বলেন শিক্ষামন্ত্রী।

এর আগে, গত বুধবার (২৬ মে) ডা. দীপু মনি বলেছিলেন, করোনা পরিস্থিতি যদি খুব বেশি খারাপ না হয়, তাহলে ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলার চিন্তা রয়েছে। স্কুল-কলেজ খুললে প্রথম ধাপে দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির সপ্তাহে ৬ দিন করে ক্লাস নেয়া হবে। আর বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

দেশে চলমান বিধিনিষেধের মধ্যে ২৯ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিলো। কিন্তু চলমান বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি করায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১২ জুন পর্যন্ত আরো বাড়ানো হয়।

উল্লেখ্য, করোনা প্রতিরোধে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত বছরের ১৭ মার্চ থেকে। চলতি বছরের শুরুর দিকে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে কয়েক দফা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102