অভিনেত্রী কিয়ারা আদভানীর রূপ ও হাসিখুশি স্বভাবে মুগ্ধ তার অনুরাগীরা। এমএস ধোনি ছবিতেই নজর কেড়েছিলেন তিনি। এরপরে কবীর সিং-এ অভিনয় করার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি কিয়ারাকে। হাতে একগুচ্ছ কাজ এখন কিয়ারার। আর সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে নিজের একগুচ্ছ সিক্রেট ফাঁস করলেন অভিনেত্রী।
কিয়ারা জানান আর পাঁচজন সাধারণ মানুষের মতোই তিনি কিছু বিষয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন। তিনি মনে করেন, প্রত্যেক অভিনেতার মধ্যেই কিছু নিরাপত্তাহীনতা রয়েছে। এগুলোই একটা মানুষকে উন্নতি করতে সাহায্য করে।
দ্বিতীয়ত কিয়ারা এই সাক্ষাৎকারে নিজের একটি বড় স্বপ্নের কথাও প্রকাশ করেন। তিনি জানান, আমেরিকার বেশ কিছু টিভি শো দেখতে তিনি খুব ভালোবাসেন। জীবনে একদিন সেরকম কিছুতে কাজ করতে চান।
তৃতীয়ত, কিয়ারার নাকি আয়না দেখা নিয়ে দুর্বলতা রয়েছে। অভিনেত্রী বলছেন, আমার গাড়িতেও একটি আয়না আছে। গাড়ি থেকে নামার আগে পর্যন্ত আমি আয়না দেখতেই থাকি।
নেটফ্লিক্সের লাস্ট স্টোরিতে কিয়ারাকে একটি সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা যায়। কিয়ারা এও জানান তার ক্যামেরার সামনে বিকিনিতে অভিনয় করতেও কোনো অসুবিধা নেই।
এর পাশাপাশি কিশোর বয়সের প্রেমের কথাও প্রকাশ করেন অভিনেত্রী। কিয়ারা জানান স্কুলেরই একটি ছেলের সঙ্গে তিনি প্রথম ডেটে গিয়েছিলেন। এছাড়া জীবনে প্রথম স্কুলেরই এক বয়ফ্রেন্ড তার হৃদয় ভেঙেছিলেন।