ads
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:০১ অপরাহ্ন

সন্ত্রাসী সাজ্জাদের ‘সেকেন্ড ইন কমান্ড’ বোরহান গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৫৪ বার পঠিত

চট্টগ্রাম নগরীর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের ‘সেকেন্ড ইন কমান্ড’ বোরহান উদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃস্পতিবার রাতে চান্দগাঁও থানা এলাকার বাহির সিগন্যাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরে চান্দগাঁও থানা পুলিশ তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করে। শুক্রবার তাকে দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, একাধিক মামলার আসামি ও ছোট সাজ্জাদের ‘সেকেন্ড ইন কমান্ড’ বোরহান উদ্দিন বাহির সিগন্যাল এলাকায় অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গত ২৯ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন-কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামে দুজনকে হত্যা করা হয়। ওই চাঞ্চল্যকর ডাবল মার্ডারের ঘটনার দুই মামলায় সাজ্জাদ ও তার সহযোগীদের আসামি করা হয়। গত বছরের ১৮ সেপ্টেম্বর নগরীর বায়েজিদ বোস্তামী থানার কালারপুল এলাকায় শটগান হাতে সাজ্জাদ হোসেনসহ দুজন গুলি করতে করতে একটি নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। এরপর ওই ভবন মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভির আহমেদ বলেন, ‘সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড’ বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102