ads
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

সন্দেহজনক ব্যক্তিদের বিদেশ যাওয়ায় বাধা দিতে পারবে না দুদক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

আসামি বা সন্দেহনজক ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার দেয়ার বিষয় দুদক’র নয়, সিদ্ধান্ত দেবে বিশেষ জজ আদালত।
সুনির্দিষ্ট বিধি বা আইন প্রণয়ন না করা পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের মামলার আসামি বা সন্দেহভাজন কোনো ব্যক্তির বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে পারবে না দুদক- হাইকোর্টের এ আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত। রবিবার চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান ওই আবেদনের ওপর শুনানি করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে নরসিংদীর আতাউর রহমানের করা এক রিট আবেদনে জারি করা রুলের ওপর ১৬ই মার্চ রায় দেন হাইকোর্ট।

দুদকের দেয়া নিষেধাজ্ঞার চিঠি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ। আদেশে বলা হয়, দুর্নীতি মামলার আসামি বা সন্দেহভাজন কোনো ব্যক্তির বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়ার বিষয়ে দুদক নয়, সিদ্ধান্ত নেবে বিশেষ জজ আদালত।

তবে, এ বিষয়ে পূর্ণাঙ্গ আদেশ দেয়ার সময় প্রয়োজনীয় নির্দেশনা ঠিক করে দেবেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102