ads
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

সন্ধ্যার নাস্তায় চিংড়ি মাছের ফুলুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৯৪ বার পঠিত

বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের সঙ্গে সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে ‘টা’ ভালো না হলে কিন্তু আড্ডা ঠিক জমে না। রেস্তরাঁর খাবারের উপর ভরসা না করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মুখরোচক স্ন্যাকস।
চটজলদি বানানো যায় এমন রেসিপির খোঁজ করছেন? বানিয়ে ফেলতে পারেন, চিংড়ি মাছের ফুলুরি।

উপকরণ:

চাপড়া চিংড়ি মাছ: ৫০০ গ্রাম
আদা বাটা: ২ চামচ
রসুন বাটা: ২ চামচ
কাঁচা মরিচ বাটা: ২ চামচ
ময়দা: ১ কাপ
কর্ণ ফ্লাওয়ার: আধ কাপ
গোলমরিচ গুঁড়া: ২ চা চামচ
ডিম: ১টা
লবণ: স্বাদমতো
বেসন: ২০০ গ্রাম
তেল: পরিমাণ মতো
প্রণালি:

চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে মিক্সিতে এক বার ঘুরিয়ে নিন। খেয়াল করবেন খুব যেন মিহি করে বাটা যেন না হয়। এ বার একটি পাত্রে চিংড়ির মিশ্রণের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, ময়দা, কর্ণ ফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়া, ডিম একসঙ্গে মিশিয়ে নিন। প্রয়োজন মতো লবণ দিন। মিনিট ১৫ ম্যারিনেট করে রাখুন। এ বার একটি পাত্রে বেসন, চালের গুঁড়া, লবণ, দিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। কড়াইতে তেল দিয়ে বেসনের মিশ্রণে চিংড়ির পুর ডুবিয়ে সোনালি-বাদামি করে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন মুচমুচে চিংড়ির ফুলুরি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102