ads
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

সপ্তাহে দুই দিন খোলা থাকছে ইবির অফিস সমূহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

ফারহানা নওশিন তিতলী, ইবিঃ কুষ্টিয়ায় করোনা সংক্রমণ দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ায় আরোপিত লকডাউনের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে দুই দিন ( রবি ও বুধবার) খোলা থাকবে। তবে অনলাইন ক্লাস যথারীতি চালু থাকবে।

রবিবার (২০ জুন) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সপ্তাহের রবি ও বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সীমিত সংখ্যক লোকবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে। রবি ও বুধবার পূর্বের সময়সূচি অনুসারে গাড়িগুলো চলাচল করবে।

উল্লেখ্য, এসময় বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চালু থাকবে। কোনো বিভাগ অথবা অফিসের জরুরি কোন কাজের প্রয়োজন থাকলে তাঁরা স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে পারবে। বন্ধের সময় ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102