বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ বলা হয় দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংকে। ভক্ত-অনুরাগীদের কাছে বেশ জনপ্রিয় এই জুটি। তবে এটা ঠিক যে, তারকাদের সম্পর্কে ভক্ত-অনুরাগীদের জানার আগ্রহের কমতি থাকে না। এ কারণেই তাদের সফল দাম্পত্য জীবনের রহস্য জানতে চান অনেকে। আর সেই রহস্যই এবার ফাঁস করলেন দীপিকা।
সম্প্রতি বলি অভিনেত্রী দীপিকা তার স্বামী রণবীরের ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সেই সঙ্গে জানিয়েছেন কীভাবে তিনি তার স্বামীকে নিয়ন্ত্রণ করে থাকেন।
ফিল্মি কম্প্যানিয়নকে দেয়া সাক্ষাৎকারে নায়িকা বলেন, আমাদের দাম্পত্য জীবনে সুখী হওয়ার অন্যতম কারণ রণবীর ও আমার মধ্যে জমাট যোগাযোগ। সহজভাবে বলতে গেলে নিজেদের প্রায় প্রতিটি বিষয়ে আমরা একে অপরের সঙ্গে আলোচনা করি। তবে বিষয়টি এমন নয় যে, সবক্ষেত্রে আমাদের দারুণ মিল। অনেক সময় আমরা কোনো ব্যাপারে সহমত পোষণ করি। তবে কথা বললে বিষয়টি বুঝতে আরও সহজ হয়।
অভিনেত্রী বলেন, দাম্পত্য জীবনে যে বিষয়টি ভীষণভাবে প্রয়োজন, যেমন- কোনো বিষয়ে মতান্তর হচ্ছে আমাদের। আর কথা শেষে ওই (রণবীর) জিতলো আর আমি একপ্রকার ভেবে-টেবে মেনে নিলাম।
দীপিকা একটু থেমে আবার বলেন, আবার কখনো কখনো এমনও মনে হয় যে, কোনো ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস থেকে জোর দিয়ে কিছু বলছি আমি। কিন্তু শেষপর্যন্ত রণবীর বলে, ঠিক আছে। আমি তোমার সঙ্গে পুরোপুরি সহমত নয়, তবে কাজ চালিয়ে নেব। আমাদের মধ্যে এমন মুহূর্তও আসে।
নায়ক স্বামীর বিষয়ে অভিনেত্রী আরও বলেন, আমার তো ইচ্ছা করে তাকে (রণবীর) শিকলে বেঁধে রাখি। তবে কী আর করব? এটা রণবীর বোঝে আর বেশ মজা পায় ব্যাপারটায়। ওর উপর এই যে রাগ করি, তারপরও আমি কিছু করতে না পারায় বেশ খুশি হয় ও। সত্যি কথা বলতে কী, এক্ষেত্রে রণবীরকে পাল্টাতে পারব না আমি। সে জন্য মনের আনন্দে মজা করে ও। আমিও মনে মনে তা মেনে নিয়েছি।