বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা ছাড়া আর কোনও আলোচনা এই সরকারের সঙ্গে হবে না। সব ভোট চোর আজ এক জায়গায় যুক্ত হয়েছে’
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে মহিলা দলের সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, ‘আবারও দেশের মানুষের ভোট কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। বিচার বিভাগকে কুক্ষিগত ও সরকারের কর্মকর্তাদের ব্যবহার করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। শুরু করেছে আগামী নির্বাচনে ভোটচুরির ষড়যন্ত্রও। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে সরকার একটা রেজিম তৈরি করেছে। এরা সরকার নয়, এরা দখলদার। এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে দেশে ও দেশের বাইরে কেউ নেই। কিছু দুর্নীতিবাজ লোককে ব্যবহার করে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ।’
মহিলা দলের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় টিমের সদস্য শাহানা আক্তার শানুর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক সভাপতি মনোয়ারা বেগম মনি, সাবেক সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় এতে উদ্বোধনী বক্তব্য রাখেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।