সরকারের নির্দেশ ছাড়া জামিনও হয় না, রায়ও হয় না এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। এ সরকার অমানবিক, তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা জরুরি হলেও সরকার যেতে দিচ্ছে না।
রোববার (১৬ মে) বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
দেশে আইনের শাসন নেই, আইনের প্রতি মানুষের আস্থা উঠে গেছে মন্তব্য করে ফখরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে-এটা নজিরবিহীন। ওই মামলায় তার কোনো সম্পৃক্ততা নেই। এ সরকার আইনের শাসনের উপর সবচেয়ে বেশি আঘাত করেছে। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ভয়াবহ।
প্রশাসনকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে যে, তারাই এখন আওয়ামী লীগের ভূমিকা পালন করছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব ফখরুল।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সভায় মির্জা ফখরুল আরও বলেন, আ. লীগ নিজেদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে দাবি করে কিন্তু তারাই সবার আগে স্বাধীনতার সকল আশা আকাঙ্খা পদদলিত করেছে।
মতবিনিময় শেষে জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের পরিচয় করে দেন মির্জা ফখরুল।