নিজস্ব প্রতিনিধি; সাংবাদিক আফজাল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলা হওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
নোয়াখালীর আদালতের এক কর্মচারীকে নিয়ে দুর্নীতির প্রতিবেদন সময় টিভির সিনিয়র রিপোর্টার আফজাল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম ও নোয়াখালীতে ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে দুটি মামলা করা হয়।
২৯ মে শনিবার দুপুরে সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা প্রথার দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রথা বিবৃতিতে বলেন, সময় টিভির একজন পরিচ্ছন্ন সিনিয়র রিপোর্টার জনাব আফজাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে দূর্নীতিবাজরা প্রমাণ করেছে, তারা দূর্নীতিবাজ রাঘব বোয়ালদের সঙ্গী সাথী। এমন মেধাবী ও পরিচ্ছন্ন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাসহ যে দুটি মামলা করা হয়েছে, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির পক্ষ থেকে নিন্দা প্রকাশের মাধ্যমে মামলা প্রত্যাহারের জোড়ালো দাবি জানাই। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার নীতির চূড়ান্ত অবমাননা এবং হুমকি স্বরুপ। আর নোয়াখালীর দুর্নীতিবাজ নাজিরকে আইনের আওতায় এনে আইনের প্রতি জনগণের শ্রদ্ধা তৈরি করবে এটাই আদালতের প্রতি প্রত্যাশা।
উল্লেখ্য, আদালতের একজন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রতিবেদন করায় ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। নোয়াখালী আদালতের নাজির আলমগীর হোসেন গত ১১ মে ডিজিটাল নিরাপত্তা আইনে ও গত ৫ মে নোয়াখালীর প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আরেকটি মামলা করেন।