জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও বেসরকারি টেলিভিশন এনটিভির রাঙ্গামাটি প্রতিনিধি এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি (এসএইচআরএস)। সেইসাথে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংস্থাটি।
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা মঙ্গলবার এক বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তারকে স্বাধীন মত প্রকাশের অধিকার ও মুক্ত সাংবাদিকতার উপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, ফজলে এলাহীকে মামলা, গ্রেফতার এসব হয়রানি স্বাধীন মত প্রকাশের অধিকারের উপর চরমভাবে হুমকিস্বরুপ।ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সারাদেশে সাংবাদিক নির্যাতন, নিপীড়ন বন্ধ ও সাংবাদিক ফজলে এলাহীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীকে বুধবার সকাল সোয়া ৯টার দিকে আদালতে তোলা হয়। ২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে হওয়া মামলায় ফজলে এলাহীকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ‘২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলার প্রসেস নম্বর ৮১৭/২২। মামলা নম্বর- ২৮/২১।’