ads
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

সাংবাদিক দম্পতি শাকিল–রুপার জামিন স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৩৬ বার পঠিত

রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করছেন আপিল বিভাগ। আগামী ১০ ফেব্রুয়ারি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আদেশের বিষয়টি বুধবার (২২ জানুয়ারি) নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

তিনি জানান, হাইকোর্ট শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে রুবেল হত্যা মামলায় ৬ মাসের জামিন দিয়ে রুল জারি করেন। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত মঙ্গলবার তা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।

শাকিল আহমেদ বার্তাপ্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ। ২১ আগস্ট তাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। সেদিন তারা টার্কিশ এয়ারলাইনসে প্যারিসে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102