ads
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

সাংবাদিক নাদিম হত্যা: গ্রেফতার-দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সৃষ্টি হিউম্যান রাইটস’র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১১৭ বার পঠিত
গোলাম রাব্বানী নাদিম

দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম। সাংবাদিক নাদিমের নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা।

আনোয়ার-ই-তাসলিমা বলেন, দেশজুড়ে সাংবাদিকদের উপর প্রতিনিয়ত হামলা, নিপীড়ন ও হত্যার ঘটনার সুষ্ঠ বিচার আদৌ কি হয়, হয়েছে বা হবে? সাগর-রুনি হত্যার বিচার আজও হয়নি। বার বার তারিখ পরিবর্তন হচ্ছে। এতেই বোঝা যায় ঘাতকদের বিচার হবে কি-না সংশয় হয়। আমরা নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।

সাংবাদিক নাদিম জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আবদুল করিমের ছেলে।

গতকাল বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় এলে অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর দিনগত রাত ১২টার দিকে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৬
  • ১২:১৬
  • ১৬:১৯
  • ১৮:০০
  • ১৯:১৪
  • ৬:২৮
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102