শেরপুর প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী নূরে আলম চঞ্চলের ওপর হামলার বিচার দাবি করেছে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি ।
শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও শেরপুর ইয়্যূথ রিপোর্টাস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ইউসুফ আলী রবিন জানান, গত ৭ জানুয়ারী শেরপুর-১ সদর আসনের কামারিয়া ইউনিয়নের সূর্যদী উচ্চ বিদ্যালয়ে দেখে দেখে ভোট নেয়া ও সীলমারার খবর পেয়ে, সাংবাদিক নূরে আলম চঞ্চল দুই সহকর্মীকে নিয়ে ওই কেন্দ্রে যায়। গিয়ে সে নিয়ম মোতাবেক ভোট কেন্দ্রর ছবি ভিডিও চিত্র ধারন করে। এতে ওই কেন্দ্রের নৌকার এজেন্ট কথিত সন্ত্রাসী যুবরাজসহ অন্যরা তার ওপর চড়াও হয় এবং আক্রমন চালায়। কিলঘুষি দিয়ে তার হাতে থাকা ক্যামেরা ভেঙ্গে ফেলে এবং নিয়ে যায়। এসময় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিষয়টি দেখেও না দেখার কৌশল গ্রহণ করে। এরপর অন্যসহকর্মীরা এসে তাকে উদ্ধার করে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়। কিন্ত রাতেই তার শরীরের অবস্থার অবনতি হলে ৮জানুয়ারী সকালে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আরএমও ডা: খায়রুল কবীর সুমন বলেন, তার বমি হয়েছে এবং বুকে চাপ আছে। তারা আরও জানায় পরবর্তীতে থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু ১৭ জানুয়ারী পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা যায়নি। তবে পুলিশ ১৭ তারিখ দুপুরে আমাদের জানিয়েছে দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা বলেন, সাংবাদিকদের ওপর বিভিন্ন সময় হামলা ও তাদের লাঞ্ছিত করার ঘটনার বিচার না হওয়ায় বারবার হামলার শিকার হচ্ছেন তারা। সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে; যাতে এমন ঘটনা বন্ধ হয়। আর নূরে আলম চঞ্চলের ওপর হামলার ঘটনায় সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি তীব্র নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন।