ads
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম

সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও মামলার ঘটনায় নোয়াবের উদ্বেগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৪২ বার পঠিত

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, তাঁর বিরুদ্ধে ঔপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা দায়ের এবং তাঁকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। একইসঙ্গে রোজিনা ইসলামের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে নোয়াবের তরফে।

বুধবার নোয়াবের পক্ষ থেকে সভাপতি এ কে আজাদ ও সহসভাপতি শহীদুল্লাহ খান বাদলের পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, নোয়াব মনে করে, অনুসন্ধানী ও নির্ভীক সাংবাদিকতার জন্য রোজিনা ইসলাম এখন একটি পরিচিত নাম। এমন একজন পেশাদার সাংবাদিককে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরে প্রায় ছয় ঘন্টা আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা অকল্পনীয় এবং সভ্যতা ও শালীনতা বিবর্জিত কাজ। নোয়াব এর তীব্র নিন্দা জানাচ্ছে।

নোয়াব সাংবাদিকদের স্বার্থরক্ষায় সর্বদা সমর্থন দিয়ে যাবে। মালিক কর্তৃপক্ষ এবং সাংবাদিকদের মিলিত বিনিয়োগ ও পরিশ্রমেই সংবাদপত্র প্রকাশিত হয়।

রোজিনা ইসলামের প্রতি করা অন্যায় আচরণ পেশা হিসেবে সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতাকেও ক্ষুণ্ণ করেছে বলে মনে করছে নোয়াব। নোয়াব অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করছে এবং সচিবালয়ে যারা তাঁকে হেনস্তা, নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102