মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : দৈনিক আপনআলো পত্রিকার নির্বাহী সম্পাদক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনকার আহমদ সামশাদের মাতা জাহেদা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
আজ বৃহষ্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৫ বছর। স্বামী, সন্তান, আত্মীয়স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজ বাদ আছর মৌলভীবাজারস্থ হযরত সৈয়দ শাহ মোস্তফার (রঃ) দরগা মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
জানাযার নামাজ শেষে হযরত সৈয়দ শাহ মোস্তফার (রঃ) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক আনকার আহমদ সামশাদের মাতা জাহেদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি সমিত্র দেব টিটু, মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক বাংলার দিনের সম্পাদক ও প্রকাশক বকসি ইকবাল আহমদ।
মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, যুগ্ম সম্পাদক এস এম মেহেদী হাসান, দৈনিক পল্লীকন্ঠ.কমের সম্পাদক মাহমুদুর রহমান, সাইবারবিডি২৪.কমের প্রধান সম্পাদক বদরুল হাসান জোসেফ, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির কো- অর্ডিনেটর সাংবাদিক মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমার রূহের মাগফেরাত কামনা ।