‘তাণ্ডব’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন সাইফ আলি খান। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলারটি। প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে ৩ মিনিটের ট্রেলারটি। পাশাপাশি বিতর্কও জন্ম দিয়েছে এটি।
‘তাণ্ডব’ দলিতবিরোধী। হিন্দু দেব-দেবীদের অপমান করার অভিযোগ আনা হয়েছে এর বিরুদ্ধে। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে সিনেমাটি এমন অভিযোগে এবার এটি নিষিদ্ধ করার দাবি জানালেন বিজেপি নেতা কপিল মিশ্র। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।
টুইট করে বিজেপি নেতা কপিল মিশ্র সিনেমাটি নিষিদ্ধের দাবি তুলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষে যাতে বিষয়টির ওপর নজর দেয়া হয়, সে বিষয়ে দাবি জানান কপিল মিশ্র। বিজেপি নেতার ওই টুইটের পর থেকেই ‘ব্যান তাণ্ডব’ বলে ঝড় ওঠেছে টুইটারে। নেটিজেনদের একাংশ ফুঁসে উঠেছে এটির বিরুদ্ধে।
১৫ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ‘তাণ্ডব’। সাইফ আলি খান, ডিম্পল কপাডিয়া, গওহর খানসহ আরও অনেকে অভিনয় করেছেন এতে। ‘তাণ্ডব’ পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। ক্রাইম, থ্রিলার, অ্যাকশন, পলিটিক্যাল ড্রামা ধাচের গল্পে নির্মিত হয়েছে এটি। ৯টি পর্বে মুক্তি দেয়া হয়েছে ‘তাণ্ডব’।