ads
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম

সাকরাইন উৎসবে যোগ দিলেন মার্কিন রাষ্ট্রদূত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৫০ বার পঠিত

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও পুরান ঢাকার বকশিবাজারস্থ একটি ছাদে আয়োজন করা হয় ঘুড়ি উড়ানোর উৎসব।

বৃহস্পতিবার ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন এর উদ্যোগে এ আয়োজন করা হয়। ১৪ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত এর ছেলে এন্ড্রিও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাবাসী ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন এর সভাপতি মোঃ শুকুর সালেক।

অনুষ্ঠানে ঘুড়ি উড়ানোর পাশাপাশি ফানুস উড়ানো, ডাক ও বিন বাজনার আয়োজন, কাওয়ালী গানের আসর, ঢাকার ঐতিহ্যবাহী লাইটিং প্রদর্শনী, ঢাকার লোকজ সংস্কৃতির আসরের আয়োজন করা হয়। এছাড়া ঘুড়ি খেলোয়াড়দের সংবর্ধনা ও ঘুড়ি তৈরি প্রতিযোগিতার আয়োজনও ছিল অনুষ্ঠানে।

উল্লেখ্য, ১৯৯০ সন থেকে নিয়মিত পুরনো ঢাকায় এই পৌষ সংক্রান্তির আয়োজন করে আসছে ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102