ads
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাগর হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৩৭ বার পঠিত

কর্ণফুলী থানার মামুনুর রশিদ প্রকাশ সাগর হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কর্ণফুলী থানার শাহমীরপুর জমাদারপাড়ার মো. আজম, ফারুক প্রকাশ আশিক, আলী আজগর প্রকাশ হৃদয়, মো. ওমর উদ্দীন, শওকত হোসেন প্রকাশ শাহনুর, এসএম আশরাফুল আলম সুমন এবং মো. পারভেজ। ৭ জনের মধ্যে এসএম আশরাফুল আলম সুমন এবং মো.পারভেজ পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান।

আদালত সূত্রে জানা যায়, কর্ণফুলী থানার শাহমীরপুরে ২০১৮ সালের ২৬ সেপ্টম্বর সন্ধ্যায় মামুনুর রশিদ প্রকাশ সাগরকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন মো. ইয়াছিন কর্ণফুলী থানায় হত্যা মামলা করেন। ২০১৯ সালের ৩ মার্চ আদালতে চার্জশিট দেওয়া হয়। ২০২১ সালের ৫ জানুয়ারি আদালতে চার্জ গঠন করা হয়। ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

পিপি আইয়ুব খান বলেন, মামুনুর রশিদ প্রকাশ সাগর হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ওমর উদ্দীন নামে এক আসামিকে ৩০৭ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102