মোঃ তারিকুল ইসলাম রাংগামাটি প্রতিনিধিঃ তিনদিনের ছুটিতে রাঙামাটির সাজেকে প্রচুর ভ্রমণপ্রেমী অবস্থান করছে। সাজেক ভ্যালির চারদিকে শুধু মানুষ আর মানুষ। অগ্রিম সবগুলো রুম বুকিং থাকায় অনেকেই রুম না পেয়ে হতাশ হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছে। অনেকে বাড়তি টাকায় তাঁবুতে অবস্থান করছেন।
সাজেকের মেঘালয় রিসোর্টের সত্ত্বাধিকারী মোহাম্মদ জুয়েল বলেন, টানা ছুটির কারণে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সাজেকের একশত দশটি রিসোর্ট ও কটেজ সম্পূর্ণ বুকিং হয়ে গেছে। এখন আর নতুন করে কাউকে রুম দিতে পারছি না।
সাজেকের রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং জুমাঘর কটেজের মালিক জেরী লুসাই বলেন, সাজেকে বর্তমানে ধারন ক্ষমতার ৫ গুণ পর্যটক অবস্থান করছে আমরা তাদের রুম দিতে পারছি না তাই অনেক পর্যটক ফিরে গেছেন।
ঢাকা থেকে আগত পর্যটক আশরাফুল ইসলাম বলেন, আমরা তিনমাস আগে রুম বুকিং দিয়েছি তাই আমরা খুব ভালো উপভোগ করছি। ইমতিয়াজ মাহমুদ নামে এক পর্যটক বলেন, সাজেকে দেশের অন্য সকল পর্যটন স্পটের চেয়ে গাড়ি ভাড়া, রিসোর্ট বুকিং, খাবার খরচ অনেক বেশি। সাজেকের জনপ্রিয় রেস্টুরেন্ট মনটানা’র মালিক মোহাম্মদ জহির রায়হান বলেন, আমরা বাড়তি পর্যটকদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছি, তবে সাধ্যমত চেষ্টা করছি পর্যটকদের সর্বোচ সেবা নিশ্চিত করতে।
সাজেক অঞ্চলের সেনাবাহিনীর বাঘাইহাট সিক্স বেঙ্গল জোন কমান্ডার লে. কর্ণেল মুনতাসীর রহমান চৌধুরী পিএসসি বলেন, সাজেকে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি রয়েছে পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা নিয়মিত টহলের পাশাপাশি দুইবার স্কট দিয়ে থাকি। কঠোর নিরাপত্তার কারণেই সাজেক পর্যটকদের কাছে নিরাপদ এবং পছন্দের শীর্ষে।