ads
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

সাজেকে পাহাড় ধস, আটকা পড়েছেন ৪ শতাধিক পর্যটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ০ বার পঠিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পরে খাগড়াছড়ির সঙ্গে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর ভারী বৃষ্টির কারণে বাঘাইহাট সাজেক সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় সাজেকে আনুমানিক ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে। এছাড়া সড়কে মাটি ধসের কারণে দুই পাশে বহু যানবাহন আটকা পড়েছে।

খবর পেয়ে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাটি সরাতে শুরু করেছেন।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে গেছে। সেই সঙ্গে বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পড়েছে। স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি। তবে ভারী যন্ত্রপাতি ও বুল্ডোজার ছাড়া এসব পাথর গাছপালা সরানো সম্ভব নয়।

বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারকে জানানো হয়েছে।

খাগড়াছড়ি সড়ক জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে সড়কটি তাদের আওতাভুক্ত নয় বলে জানিয়েছে। তারা জানান, এটি ইসিবির সড়ক। তাই তারা এ জন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102