ads
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৯ বার পঠিত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো আক্তার হোসেন সাংবাদিকদের এতথ্য জানান।

তিনি বলেন, আসামি ইমরান আহমেদ, সাবেক সংসদ সদস্য, সিলেট-৪ ও সাবেক মন্ত্রী, মন্ত্রণালয়, জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৯০ লাখ ৬৭ হাজার ৪৯৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামে ৫টি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলনসহ মোট ৬ কোটি ৪ লাখ ১৩ হাজার ৪৮৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

মানিলন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ “দুর্নীতি ও ঘুষ” সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দম কমিশন আইন, ২০০৪, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ সহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর আওতায় একটি মামলা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102