ads
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

সাবেক মন্ত্রী আবদুর রহমান ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২ বার পঠিত

জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান ও তার স্ত্রী মির্জা নাহিদা হোসেনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আব্দুর রহমানের বিরুদ্ধে বলা হয়েছে, তিনি সরকারি দায়িত্ব পালনের সময় অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৪৭২ টাকার সম্পদ অর্জন করেছেন। তার বিভিন্ন প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে ৩ হাজার ৮৯১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে।

মির্জা নাহিদা হোসেনের বিরুদ্ধে করা মামলায় দুদক অভিযোগ করেছে, তিনি অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৮৮৭ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়াও তিনি ১৬টি ব্যাংক হিসাবে ২৬ কোটি ৫৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102