ads
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

সাবেক মহিলা এমপি হেলেন ও তার ২ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৫ বার পঠিত

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মহিলা এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন এবং তার দুই ছেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সদর থানায় দায়েরকৃত একটি মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ বুধবার এ আদেশ দেন।

পটুয়াখালী জজ আদালত ও আইনজীবী সূত্রে জানা গেছ, সাবেক মহিলা এমপি ও তার ২ ছেলের বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলায় ২৮ মে পুলিশ প্রতিবেদন প্রাপ্তির দিন ধার্য আছে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. খায়রুল আলম আদালতে হাজির হয়ে পলাতক আসামিদের বহির্গমন রোধের আদেশ দানের প্রার্থনা করেন।

আদালতে আবেদনসহ মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, মামলার পলাতক আসামি কাজী কানিজ সুলতানা হেলেন (৫৪) তার ছোট ছেলে মো. তাজ হোসেন তালুকদার (২৮) বড় ছেলে মো. মাহিন হোসেনের (৩৩) যেকোনো সময় এয়ারপোর্ট, স্থলবন্দর ও নদীবন্দরের মাধ্যমে দেশত্যাগ করার সম্ভাবনা আছে।

আসামিরা দেশত্যাগ করলে মামলার তদন্ত কার্যক্রম বাধাপ্রাপ্ত হবে এবং বিচার প্রক্রিয়া বিলম্বিত হবে। সার্বিক বিবেচনায় তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করা হয়। আসামিদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি কম্বল আত্মসাতের ঘটনায় এ বছরের ১০ ফেব্রুয়ারি পটুয়াখালী সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে কাজী হেলেন ও তার দুই ছেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করা।

আদেশের অনুলিপি ও অবগতির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার ও সদর থানার অফিসার ইনচার্জকে আদেশের কপি দেওয়া হয়েছে।

পটুয়াখালী এমপি আওয়ামী লীগ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102