চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে গ্রেপ্তার কর হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে নগরের বায়েজিদ বোস্তামী থানার বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর লতিফকে আদালতে পাঠিয়েছে ডবলমুরিং থানা পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত (ওসি) ফজলুর কাদের পাটোয়ারী জানান, সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে শুক্রবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামে একজন গুলিতে আহত হয়। শুক্রবার ডবলমুরিং থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় এম এ লতিফকে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগে করা হয়।
লতিফ নৌকা প্রতীকে গত চারবারের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতি ছিলেন।