ads
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৬ বার পঠিত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক সমাজকল্যাণ ওই মন্ত্রীর নামে রংপুর ও লালমনিরহাট জেলায় একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রংপুর নগরের সেন্ট্রাল রোডে পোস্ট অফিস গলিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন আরপিএমপি মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী।

তিনি জানিান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাসা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তার নামে বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহত হওয়ার ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলী আদালতে মামলাটি করেন নিহতের বাবা আব্দুল মজিদ।

ওই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে লালমনিরহাট জেলার কালিগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

২৮ জানুয়ারি একই মামলায় রংপুর মহানগরীর বাবুপাড়া এলাকা থেকে জেলা ছাত্রলীগের সদস্য আল আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও লালমনিরহাট জেলার বিভিন্ন থানায় সাবেক এই সমাজকল্যাণ মন্ত্রীর নামে আটটি মামলা রয়েছে।

গ্রেপ্তার সাবেক মন্ত্রী নুরুজ্জামান লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-২ (আদিতমারীও কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102