রাজধানীর যাত্রাবাড়ীতে রাসেল বকাউলকে হত্যার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিহতের বড় ভাই মো. হাসানাত বকাউল বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে যাত্রাবাড়ী থানাকে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এ মামলার অপর আসামিরা হলেন- সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার।
অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট ভুক্তভোগী রাসেল বকাউল কোটা সংস্কার আন্দোলনের লং মার্চ সফল করার উদ্দেশ্যে মিছিল নিয়ে বের হন। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলে রাসেলসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে তাদের হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।