সাভারে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি প্রাইভেটকার, ঢাকায় যাওয়ার পথে আমিনবাজারের সালেহপুর এলাকায় থেমে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় প্রাইভেটকারের চালক জামাল খাঁন ও যাত্রী পুতুল বেগম ঘটনাস্থলেই মারা যান।
আহত তিনজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।