ads
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সালমানকে বিয়ে করতেই ভারতে আসেন সোমি আলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৬ বার পঠিত

সালমানকে বিয়ে করাই একমাত্র স্বপ্ন ছিল। সালমান খানকে বিয়ে করতেই তিনি পাকিস্তান থেকে ভারতে এসে পৌঁছন। ‘ম্যায়নে প্যার কিয়া’ দেখার পর থেকেই সালমানের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন সোমি। এরপরই তিনি সিদ্ধান্ত নেন ভারতে আসার। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে নিজের সেই পুরনো স্বপ্নের কথা জানান পাকিস্তানি অভিনেত্রী সোমি আলি।

সোমি জানান, ‘ম্যায়নে প্যার কিয়া’ দেখার পরই সালমানকে ভাল লেগে যায় তাঁর। সালমানকে বিয়ে করার জন্য ভারতে আসবেন বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন মা-কে। মেয়ের কথা শুনে ওই সময় কার্যত ভড়কে যান সোমি আলির মা। মেয়ে যাতে ওই ধরনের কিছু না করেন, তার জন্য ঘরের মধ্যে নজরবন্দি করে রাখা হয় তাঁকে। এরপর মাঝ রাতে সালমানের স্বপ্ন দেখে জেগে উঠলে, বাবার সঙ্গে কথা বলেন সোমি। বাবার সঙ্গে কথা বলেই তিনি ভারতে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে মুম্বাইতে তাঁদের বেশ কয়েকজন আত্মীয় রয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করতে চান। বাবাকে ওই কথা জানিয়েই সোমি আলি মুম্বইতে আসেন বলে জানান সংশ্লিষ্ট সংবাদমাধ্যের সাক্ষাতকারে।

মুম্বাইতে আসার পর মডেলিং জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন সোমি। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও শুরু করেন সোমি। ওই সময় সালমান খান এবং সোমি আলির মধ্যে সম্পর্ক গড়ে উঠলে, তা নিয়ে আলোচনা শুরু হয় বি টাউনে। টানা ৮ বছর সালমান খানের সঙ্গে সম্পর্কের পর সোমির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় বলিউড ভাইজানের

শোনা যায়, ঐশ্বরিয়া রাইয়ের জন্যই নাকি সালমানের সঙ্গে সোমি আলির বিচ্ছেদ হয়ে যায়। একটি সাক্ষাতকারে হাজির হয়ে সে বিষয়ে মুখও খোলেন সোমি ওই সময়।

তিনি স্পষ্ট জানান, ঐশ্বরিয়ার কারণে সালমানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। সঞ্জয় লীলা বনশালির ‘হম দিল দে চুকে সনম’-এ অভিনয়ের সময় থেকেই রাইয়ের সঙ্গে সালমানের সম্পর্ক গড়ে ওঠে। যদিও সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি। সালমান শারীরিক হেনস্থা করেছেন। এই অভিযোগে বলিউড ভাইজানের কাছ থেকে ঐশ্বরিয়া নিজেকে সরিয়ে নেন।

হিন্দুস্তান টাইমস, জিনিউজ, ইন্ডিয়া ডটকম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102