বলিউডে যে ক’জন তারকার ক্যারিয়ার সবচেয়ে বেশি বিতর্কিত তাদের অন্যতম সালমান খান। তার নামে একাধিক মামলা। সবই বড় বড়। তবে এবার অভিনেতা নিজেই আদালতের দারস্থ হলেন। সম্প্রতি মামলাও করেছেন। কিন্তু তার সঙ্গে কী এমন ঘটল যে তাকে আদালতের দারস্থ হতে হলো।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বাই সিভিল কোর্টে এক অনলাইন ভিডিও গেম ডেভেলপারের বিরুদ্ধে মামলা করেছেন সালমান খান। বেশ কিছুদিন ধরে অনলাইনে রমরমিয়ে চলছে ‘সেলমন ভই’ নামে একটি ভিডিও গেম।
সালমান খানের অভিযোগ, সেই ভিডিও গেমে যে ছবি ব্যবহার করা হচ্ছে তা বলিউড ভাইজানেরই ব্যঙ্গচিত্র। এই অভিনেতাকে বলিউডে অনেকেই ‘সলমন ভাই’ বলে ডাকেন। তার সেই নাম ব্যঙ্গ করেই এই গেমের নামকরণ করা হয়েছে ‘সেলমন ভই’- এমনটাই দাবি অভিনেতার।
বহু আগে ‘হিট অ্যান্ড রান’ মামলায় নাম জড়িয়েছিল সালমান খানের। সেই ঘটনাকে কেন্দ্র করেই সেট করা হয়েছে এই অনলাইন ভিডিও গেম।
আদালতে সালমানের অভিযোগের পরই ওই গেম ডেভেলপারকে ইতোমধ্যেই অনলাইনে গেমটি ব্লক করার নির্দেশ দিয়েছেন মুম্বাই সিভিল কোর্টের বিচারক। তিনি বলেছেন, সালমানের সঙ্গে জড়িত সমস্ত রকমের কনটেন্ট ও গেম ইন্টারনেট থেকে সরিয়ে ফেলতে হবে।
এদিকে সালমানের আইনজীবী আদালতে জানান, অভিনেতার কোনো রকম অনুমতি না নিয়েই এই গেম ডেভেলপ করা হয়েছে। অন্যদিকে গেম মেকাররা আদালতে এই অভিযোগের বিরুদ্ধ হলফনামা জমা দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ সেপ্টেম্বর।