গেলো বছর খ্রিস্টানদের বড়দিনে বিয়ে করেছিলেন অভিনেত্রী গহর খান। বিয়ের পরেই সাহসী দৃশ্যে অভিনয়ের আপত্তি জানান তিনি। প্রশ্ন উঠেছে স্বামী জায়েদ দরবারের আপত্তি কারণেই কী পর্দা থেকে সরে যাচ্ছেন তিনি?
এ ব্যাপারে অভিনেত্রী জানান- বিয়ের জন্য না, সিদ্ধান্ত সম্পূর্ণ নিজের। কেবল ঘনিষ্ঠ দৃশ্য অথবা সাহসী দৃশ্যের জন্যই ডাকা হচ্ছে গওহরকে। তার যদি মনে হয়, চিত্রনাট্যে সেই দৃশ্যটির প্রয়োজন নেই, তবে সেই চরিত্রটির জন্য রাজি হন না তিনি। তিনি একটি সীমারেখা টেনেছেন নিজের জন্য।
গহর খান বলেন, একজন অভিনেত্রী হিসেবে আমার দায়িত্ব চরিত্রটিকে ফুটিয়ে তোলা। তার জন্য যা প্রয়োজন আমি করব। কিন্তু কেবলমাত্র সাহসী দৃশ্য রাখতে হবে বলে দৃশ্যের অন্তর্ভুক্তি করাটা আমার পছন্দ না।
গেলো বছরের শেষে কোরিয়োগ্রাফার জায়েদ দরবারের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী গওহর খানের।