ads
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

সিকদার পরিবারের ১৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১ বার পঠিত

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদারসহ তার পরিবারের ১৪ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা পাওয়া অন্য ব্যক্তিরা হলেন- রনের মা মনোয়ারা সিকদার, ভাই মমতাজুল হক সিকদার, দিপু হক সিকদার, রিক হক সিকদার ও তার ছেলে জন হক শিকদার, নাসিম সিকদার ও তার মেয়ে মনিকা খান সিকদার, বোন পারভীন হক সিকদার, পারভীনের স্বামী স্বামী সালাহউদ্দিন খান ও তার দুই মেয়ে তার মেয়ে জেফরী খান সিকদার ও মেন্ডি খান সিকদার, রন হক শিকদারের আরেক বোন লিসা ফাতেমা হক সিকদার এবং ছেলে শন হক সিকদার।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য জানান।

দুদকের আবেদনে বলা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদারের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নামে-বেনামে জনগণের আমানতকৃত অর্থ লুটপাটসহ ঘুষের বিনিময়ে বিধিবহির্ভূতভাবে ঋণ দেওয়া ও মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

এ অভিযোগ অনুসন্ধানের সময় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সঙ্গে সংশ্লিষ্ট সিকদার পরিবারের সদস্যগণ কর্তৃক জনগণের আমানতকৃত হাজার হাজার কোটি টাকা বিধিবহির্ভূতভাবে ঋণ প্রদান ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাতের তথ্য পাওয়া যায়।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

শুনানি শেষে বিচারক অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১
  • ১২:১৩
  • ১৬:২৫
  • ১৮:০৯
  • ১৯:২২
  • ৬:১২
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102