এদিকে সিনহা হত্যা মামলায় আলোচনায় আসায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, ওসি প্রদীপ ও তার স্ত্রীসহ আটজনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। চিঠি ইস্যুর তিনদিনের মধ্যে স্থগিত করা হিসাবগুলোর বিস্তারিত পাঠাতে বলা হয়েছে।
অন্যরা হলেন টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক ইনচার্জ এসআই লিয়াকত হোসেন, চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরা, প্রতীম কুমার দাশ, প্রতুশ কুমার দাশ ও দিলীপ। মানিলন্ডারিং প্রতিরোধ আইন ক্ষমতাবলে হিসাবগুলোর লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।