ads
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় পুলিশ কনস্টেবল মনিরুল কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ১৩ বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে (২২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) কোর্ট ইন্সপেক্টর মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারক হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান শনিবার (২৯ আগস্ট) বিকেলে তাকে কারাগরে পাঠানোর আদেশ দেন।

পুলিশ কনস্টেবল মনিরুলের মা মনিরা বেগমও একই মামলার আসামি। ছেলের সঙ্গে তাকেও আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাদের দু’জনেরই জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সদস্য মনিরুল ইসলাম জেলার উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের চর-কালিগঞ্জ গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি রাজশাহী (আরআরএফ) পুলিশ লাইনে কর্মরত।

গত শুক্রবার দুপুরে চর কালিগঞ্জ গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে মনিরুলের স্ত্রী সুরভী খাতুনের (২০) ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

দাম্পত্য কলজের জেরে নির্যাতন করে সুরভীকে খুন করা হয়েছে অভিযোগে তার বাবা শরিফুল ইসলাম পুলিশ সদস্য মনিরুল, ভোট ভাই মোন্নাফ হেসেন, বন্ধু রঞ্জু মিয়া এবং মা মনিরা বেগমকে আসামি করে উল্লাপাড়া থানায় মামলা করেন।

পরে পুলিশ শনিবার সকালে মনিরুল ও তার মাকে গ্রেফতার করে বিকেলে আদালতে সোপর্দ করে।

জানা গেছে, চার বছর আগে মনিরুল ও সুরভীর বিয়ে হয়। বিয়ের পর একাধিক মেয়ের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক নিয়ে তাদের দু’জনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার ছুটিতে উল্লাপাড়ায় গ্রামের বাড়িতে আসেন মনিরুল। পরে এসব নিয়ে তাদের মধ্যে ফের ঝগড়া শুরু হয়।

এরই এক পর্যায়ে সুরভীকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশের ফুলঝোর শাখা নদীর খালের পানিতে কচুরি পানা দিয়ে ঢেকে রাখা হয়। শুক্রবার দুপুরের সুরভীর মরদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102