মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাপের কামড়ে নুসরাত নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার উত্তর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নুসরাত কুসুমপুর গ্রামের ধলু মিয়ার মেয়ে।
স্বজনদের সূত্রে জানা যায়, নানার বাড়িতে বেড়াতে এসে ঘরের ভিতরে চৌকির সাথে জানালায় পা দিয়ে খেলছিল নুসরাত। এ সময় খাটের নিচ থেকে একটি বিষধর সাপ এসে নুসরাতের পায়ে কামড় দিলে সে চিৎকার দেয়। চিৎকার শুনে স্বজনরা এসে দেখে তাকে সাপে কামড় দিয়েছে। তখন সাপটিকে পিটিয়ে মেরে ফেলে স্বজনরা। এরপর তাকে দ্রত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. বদিউজ্জামান বলেন, দুপুর ১ টায় হাসপাতালে শিশুটিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।