সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিভিন্ন ব্যবসায়ীদের ‘গোপন গুদামে’ অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ মার্চ) বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৌর শহরের পুরানবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড নেছার উদ্দিন, থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার।
অভিযানে পৌর শহরের পুরান বাজার এলাকায় রিপন ট্রেডার্স নামক দোকানদারকে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখায় এক লাখ টাকা ও পাপন এন্টারপ্রাইজ তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, রমজান মাস উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ীরা খাদ্যসামগ্রী মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করায় বাজারে দ্রব্যের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন। এখন থেকে নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।