সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ১৯২০ সালের ১৭ মার্চ। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
নিপীড়িত মানুষের নেতা, গণমানুষের নেতা হিসেবে বঙ্গবন্ধুর নাম বিশ্বব্যাপী অত্যন্ত সমাদৃত। বিশ্বনেতাদের চোখে তিনি হিমালয়সম। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। প্রতি বছর এ দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল আহাদ উজ্জ্বল, আবু নাহিদ সুহান,ননী বর্মন,মুস্তাফিজুর রহমান, বিলাল আহমেদ, রায়হান আহমেদ, অপু মিয়া,তানিম আহমেদ, মীর সাইফুল, সাগর আহমেদ, আশীশ,গৌতম শর্মা আশীষ, আনোয়ার হোসেন মনজু,আবু সায়েম, সুজন দেবনাথ,রুপক প্রমুখ।