বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের করোনায় আক্রান্ত হওয়ার খবর সোমবার (১৩ ডিসেম্বর) দিন প্রকাশ্যে আসে। এরপরই নানা বিতর্ক শুরু হয়। করোনাবিধি ভেঙে একাধিক পার্টি করেছেন বেবো-অমৃতারা, বৃহমুম্বাই পৌরসভা আগেই এমন অভিযোগ আনে। কিন্তু এবার বিএমসি’র পক্ষ থেকে আরও ভয়ানক অভিযোগ তোলা হয়েছে।
বিএমসি’র দাবি, করোনায় আক্রান্ত কারিনা কাপুর সঠিক তথ্য দিচ্ছেন না। এ জন্য তার বাড়ি সিল করে দেয়া হলো।
বিএমসি এক বিবৃতিতে জানিয়েছে, কারিনা কাপুর খানের বাড়ি সিল করা হয়েছে। তিনি এখন পর্যন্ত সঠিক তথ্য দেননি আমাদের। তবে আমাদের অফিসাররা চেষ্টা করছেন কতজন মানুষ তার সংস্পর্শে এসেছেন সেই বিষয়টি নিশ্চিতভাবে জানার জন্য।
এরপরই অভিনেত্রী দ্রুত একটি বিবৃতি জারি করেন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে। নিজের করোনা আক্রান্তের খবর জানিয়ে তার সংস্পর্শে আসা সবাইকে করোনা পরীক্ষা করার আহ্বান জানান।
নায়িকার ভাষ্যমতে, আমার করোনা শনাক্ত হয়েছে। আমি সেটা জানা মাত্রই আইসোলেট করে নিয়েছি নিজেকে এবং সব নিয়মবিধি মেনে চলছি। আমি অনুরোধ করছি, যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে পরীক্ষা করে নিন। আমার পরিবারের এবং সব স্টাফদের করোনার দুই ডোজ নেয়া রয়েছে এবং তাদের করোনার কোনো উপসর্গ নেই।
তিনি আরও জানান, ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং আশা করছেন শিগগিরই সুস্থ হয়ে উঠবেন তিনি।
চলতি সপ্তাহেই কারিনা-অমৃতারা তাদের বন্ধু ও বোনদের সঙ্গে জমিয়ে পার্টি করেছেন। রিয়া কাপুরের বাড়ি প্রি-ক্রিসমাস পার্টিতে যোগ দিয়েছিলেন কারিশমা কাপুর এবং মালাইকা অরোরা। তবে তাদের করোনা রিপোর্ট পজিটিভ কিনা তা জানা যায়নি। এদিকে চলতি সপ্তাহে করণ জোহরের পার্টিতেও যোগ দেন তারা দু’জন। সেখানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট ও অর্জুন কাপুর।