ads
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম

সীমান্তে ১২ কেজি রুপা ফেলে পালালো পাচারকারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৪২ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতে তৈরি ১২ কেজি ২০০ গ্রাম ওজনের রুপার গয়না উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে গয়নাগুলো উদ্ধার করা হয়। জব্দ করা গয়নার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান রুপা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, তথ্য ছিল চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে রুপার গয়না পাচারের চেষ্টা করছেন। খবর পেয়ে সুবেদার আবুল বাশারের নেতৃত্বে একটি সশস্ত্র টহল দল সীমান্তের মেইন পিলার ৯৩ এর নিকটবর্তী মুন্সিপুর সরদারপাড়ায় অবস্থান নেয়। এসময় একজন চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে তিনি একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন।

বিজিবির টহল দল ব্যাগটি জব্দ করে তল্লাশির পর স্কচটেপ দিয়ে মোড়ানো ২১টি প্যাকেট উদ্ধার করে। সেখানে ১২ কেজি ২০০ গ্রাম ওজনের ভারতে তৈরি রুপার গয়না পাওয়া যায়।

লে. কর্নেল নাজমুল হাসান জানান, এ ঘটনায় সুবেদার আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জব্দ করা রুপার গয়নাগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102