সুনামগঞ্জ প্রতিনিধি: অদ্য ১৭ মার্চ ২০২২ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২। আজ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, সুনামগঞ্জ এ সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, বিপিএম, পুলিশ সুপার, সুনামগঞ্জ; ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, সুনামগঞ্জ জেলা শাখা; জনাব মোহাম্মদ জাকির হোসেন, উপ-পরিচালক স্থানীয় সরকার, সুনামগঞ্জ; এ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ-সুনামগঞ্জ শাখা, বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলী আমজাদ প্রমুখ। এ সময়ে জেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, আইনজীবী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।