ads
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৃজিতকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর মেয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০ বার পঠিত

কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ সিনেমায় চন্দ্রাবতী দেবী চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী পাল।

এরপরই সৃজিত ও রাজনন্দিনীকে জড়িয়ে নানা মুখরোচক গল্প ছড়ায় টালিউডে। প্রায় তিন বছরে ধরে যার রেশ এখনও কাটেনি।

এ নিয়ে ২০১৮ সাল থেকে সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন ছড়ালেও নিশ্চুপই থেকেছেন রাজনন্দিনী।

কিন্তু এবার যেন তার সহ্যের বাঁধ ভেঙে গেল। সেই গুঞ্জন-গুজব নিয়ে এবার মুখ খুললেন এই অভিনেত্রী।

সৃজিদের সঙ্গে তার সম্পর্কটা কেমন – তা পরিষ্কার করলেন।

কলকাতার এক গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ‘সৃজিত মুখোপাধ্যায় আর আমাকে নিয়ে যে বিতর্কের সূত্রপাত সেটা কিন্তু সংবাদমাধ্যমেরই তৈরি। আমাকে তার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছিল, এটাই আমি বলতে চাই। আমি স্পষ্ট করেই বলছি, সৃজিত আমার বাবার বয়সি। তাকে নিয়ে এর বেশি আর কিছু বলার নেই।’

তবে কেন এ নির্মাতাকে শুধু সৃজিত বলে ডাকেন? সে প্রশ্নের জবাবে রাজনন্দিনী বলেন, ‘আমি কিন্তু তাকে (সৃজিত) ‘আঙ্কেল’ বলে ডেকেছিলাম শুরুর দিকে। এতে তিনি মনক্ষুণ্ণ হয়েছিলেন। শুধু সৃজিত বলে ডাকার অনুরোধ জানিয়েছিলেন। আমি নিজে থেকে কিছুই করিনি।’

সৃজিতের সঙ্গে এখনো সুসম্পর্ক রয়েছে জানিয়ে রাজনন্দিনী বলেন, ‘এক যে ছিল রাজা’ সিনেমায় যিশু সেনগুপ্তের বিপরীতে একটা ‘বাচ্চা বৌ’ দরকার ছিল। যে চরিত্রে অভিনয় করার জন্য সৃজিত আমাকে ডেকেছিলেন। আমি তখন খুবই ছোট। এখন আর সেই বয়সে নেই। তবে উপযুক্ত চরিত্র পেলে সৃজিত আবারও তাকে ডাকবেন।’

ইন্ডাস্ট্রিতে মা অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত ও তাকে নিয়ে কোনো আলোচনা হয় কি না প্রশ্নে রাজনন্দিনী বলেন, হ্যা, মায়ের সঙ্গে আমার তুলনা শুনতে হয়েছে। সৌন্দর্য, অভিনয় সব নিয়ে। অবাক হয়েছি, কার সঙ্গে কার তুলনা! যেন মা-মেয়ে প্রতিযোগী। এখনও আমার পড়াশোনাই শেষ হল না। সেই জায়গায় মায়ের কত অভিজ্ঞতা। তবে বহু অভিনেতা সেটে বলেছেন, ‘আগে তোর মায়ের সঙ্গে কাজ করেছি। এখন তোর সঙ্গে কাজ করছি।’

সম্প্রতি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রাজনন্দিনী পাল অভিনীত ‘পায়েস’। প্রথম সারির প্রযোজনা সংস্থার আগামী ছবিতেও চুক্তিবদ্ধ তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102