লক ডাউন
আনোয়ার-ই-তাসলিমা
করোনার জন্য লক ডাউন
আসলে কি তাই?
শুনো বন্ধু খানিক দাঁড়াও
কিছু বলতে চাই।
সত্যি বললে চাকরী যাবে
প্রানো যেতে পারে
তাইতো কেউ কথা বলে না
আপন প্রানের ভয়ে।
যদি দেখো হারিয়ে গিয়েছি
কোনো সাড়া শব্দ নেই
সবাই যদি বাঁচতে পারো
তবে না হয় নিজের প্রান হারাই।
ঘুরে ফিরে বারেবার
বলি শুধু ভাই
স্বাস্থ্যবিধি মেনে চলার
বিকল্প কিছুই নেই।।