নিজস্ব প্রতিনিধি; মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে ঢাকার কেরানীগঞ্জ সংস্থার শাখায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ ১ জন এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ ১জনসহ মোট দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে মা ও শিশুসহ বিভিন্ন বিষয়ের প্রায় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির কেরানীগঞ্জ শাখার কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ শাখার সভাপতি আনোয়ার হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু নাঈমসহ অন্যান্য সদস্যগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না বলেন , করোনাভাইরাস নিয়ে এখন সারা দেশের মানুষ চিন্তায় আছে। আর এ মূহুর্তে অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদানে আমাদের কেরানীগঞ্জ শাখার উদ্যোগে প্রতি সপ্তাহে একদিন এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন চলমান থাকবে।