ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এ আনন্দ ভাগাভাগি করতে আলোর মিছিল স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র কেরাণীগঞ্জ শাখা। সমাজের সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের নিয়ে পাঠশালা এই আলোর মিছিল স্কুল।
আজ ৩০শে এপ্রিল, শনিবার মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র অধীনে পরিচালিত রাজধানীর কেরাণীগঞ্জ শাখার আলোর মিছিল স্কুলের শিক্ষার্থীদের মাঝে সংস্থার উক্ত শাখার পক্ষ হতে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ব্যাগের মধ্যে ১ লিটার ভোজ্যতেল, সেমাই, ১ কেজি চিনি, ১কেজি পোলাউর চাল, গুরা দুধ।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় পরিচালক আনোয়ার-ই-শাহিদা, কো-অর্ডিনেটর মো: সুমন, সদস্য মো: সুমন হোসেন। আরও উপস্থিত ছিলেন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র কেরাণীগঞ্জ শাখার সভাপতি জনাব আনোয়ার হোসেন খান, সিনিয়র সহ সভাপতি জনাব হাবিবুর রহমান ও ইন্জিনিয়র আজিজুর রহমান, সাধারণ সম্পাদক জনাব আবু নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব রুহুল আলম, শিক্ষা বিষয়ক সম্পাদীকা আফরোজা বেগম, কার্যকরী সদস্য জনাব আরিফুর হাসান সাগর সহ গন্যমান্য সদস্যগণ।
এছাড়াও একই সময়ে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদের খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে।
এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান আনোয়ার -ই-তাসলিমা প্রথা বলেন, আমরা সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করি। তাদের সন্তানদেরও রয়েছে উন্নত শিক্ষার আকাঙ্খা। সে লক্ষ্যেই “আলোর মিছিল স্কুল” কাজ করে যাচ্ছে। আর বিশ্বের এই ক্রান্তিকালেও আমাদের স্বেচ্ছাসেবকরা তাদের পাশে থেকে সহায়তা করে যাচ্ছে। এই ঈদে সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।