সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
শনিবার (৯ জুলাই) সকালে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি শেরপুরে বন্যাদুর্গত এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করে।
সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা প্রথার নির্দেশনায় সহকারী পরিচালক নাঈম ইসলামের উদ্যোগে উদ্যমী তরুণদের সাথে ঘুরে ঘুরে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
নাঈম ইসলাম সৃষ্টি বার্তাকে বলেন, আমরা সংস্থার সদস্যরা প্রতিবছরই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন জামা, সেমাই, চিনি, দুধ, চকলেট, মেহেদী, সাবান, শ্যাম্পু ইত্যাদি উপহার দেই। এবারও সাধ্যমতো চেষ্টা করেছি উপহার সামগ্রী বন্যাদুর্গত এলাকায় দেওয়ার চেষ্টা করেছি।
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা, অসহায় রোগীদের সহায়তা, নিপীরিত নারী ও শিশুকে আইনী সহায়তাসহ বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ড করে থাকে।