বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি জাতীয় শোক দিবস পালন করেছে।
সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি কেরানীগঞ্জ মডেল থানা শাখার উদ্যোগে জাতির পিতা ও তাঁর সাথে শাহাদত বরণকারীদের আত্মার মাগিফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর সংস্থা পরিচালিত আলোর মিছিল স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি আনোয়ার হোসেন খাঁন, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান ও ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আলম, সাধারণ সম্পাদক আবু নাঈম হোসেন, সদস্য আরিফুর হাসান সাগর ও মহসিন আকাশ, শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরজু মিয়া বেনু , সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সমাজসেবক মোঃ আরিফুল ইসলাম সমাজ সেকব প্রমুখ।