নিজস্ব প্রতিনিধি; ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে পারলেই মানবাধিকার নিশ্চিত করা সম্ভব। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে শার্শা মহিলা বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ।
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি শার্শা উপজেলা শাখায় পালিত হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৯ শার্শা উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক মেহেদী হাসান ও সাধারন সম্পাদক মোঃশফিকুল ইসলাম।
১০ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় মানবাধিকার লংঘননয়, মানবতার হোক জয় এই স্লোগান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান ও শার্শা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃমফিজুর রহমান
, বলেন পরস্পরের মধ্যে সহানুভূতি এবং সম্প্রীতি তৈরী করতে পারলে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে, অন্যথায় সম্ভব নয়। উপস্থিত জনসাধারণ ও সকল মানবাধিকার কর্মীদেরকে তিনি মানবাধিকারের গুরুত্বপূর্ণ ধারাগুলো পড়ার অনুরোধ জানান। তিনি স্ব-স্ব অবস্থান থেকে সবাইকে মানবাধিকার রক্ষা করার জন্য অনুরোধ জানান।
আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান ও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি শার্শা উপজেলা কমিটির সভাপতি মেহেদী হাসান বলেন, মানুষের মানবতার পক্ষে কাজ করার আহব্বান জানান ও বাল্যবিবাহ সম্পর্কে আলোচনা রাখেন
এসময় আরও উপস্থিত ছিলেন, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির, সহ-সভাপতি মোঃমহিউদ্দিন আলম (তোতা) সহ-সাধারণ সম্পাদক মোঃ সাজেদুর রহমান(সুমন) সাংগঠনিক সম্পাদক কাজী মহিনুজ্জামান প্রচার সম্পাদক মোঃ আসাদুজ্জামান দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আলিম অর্থ সম্পাদক মোঃ আরমান খান সদস্য মোঃ মেহেদী মাসুদ শাকিল ও আলি কদর