সংগঠনবিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত দলীয় প্যাডে এই নির্দেশনা দেন।
সম্প্রতি, সাঁথিয়ায় বাইপাস সড়ক নির্মাণে কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্সের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন সানা। পরে তা না পেয়ে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার প্রল্লাদ কুমার ও সুপারভাইজারসহ সেখানে কাজ করা শ্রমিকদের মারধর করেন সানা।
এ ঘটনায় প্রল্লাদ কুমার বাদী হয়ে সাঁথিয়া থানায় দায়ের করা মামলায় সানাকে ২৯ আগস্ট বিকেলে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।