পার্বত্য চট্টগ্রামে খুন, অপহরণ, গুমসহ অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সব সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন পার্বত্য নাগরিক পরিষদের নেতারা। একইসঙ্গে সম্প্রতি বান্দরবানের রুমা উপজেলায় সন্ত্রাসীদের হাতে নিহত সেনা কর্মকর্তাসহ সব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
গত ২ ফেব্রুয়ারি রাতে বান্দরবনের রুমা উপজেলায় টহলের সময় সেনা সদস্যের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান নিহত হন। এর প্রতিবাদে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ির মানিকছড়িতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
পার্বত্য নাগরিক পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মোক্তাদির হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সহ-সভাপতি এস, এম হেলাল ও জেলা শাখার সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন।